বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের পানি বের হওয়ার ক্যানেল থেকে সঞ্জিত রায় (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দুধিপুর এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। সঞ্জিত রায় দুধিপুকুর গ্রামের খগেশ্বর রায়ের পুত্র। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর অব্দায় কাজ করতেন সঞ্জিত রায়। কাজ না থাকায় বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে বাড়ি থেকে বের হয় তিনি। এরপর সন্ধ্যায় উপজেলার দুধিপুর এলাকায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের পানি বের হওয়ার ক্যানেলে সঞ্জিত রায়কে ভাসতে দেখে স্থানীয় লোকজন তার স্বজনদের খবর দেয়। পরে সঞ্জিত রায়কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধারের বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজার রহমান জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।