বাগেরহাটে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ব্যবসায়ী মো: আল ইমরান খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় ঘটনা ঘটে। নিহত ইমরান খান বাগেরহাটের ইন্দুরকানি উপজেলার চরনীপত্তাশী গ্রামের মো: সামাদ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান ভ্যানযোগে কিছু শুপারি বিক্রির জন্য উপজেলার আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পথে মধ্যে ইজিবাইক চালক বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে আহাদ শেখের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে ইজিবাইক চালক আহাদ শেখ ইমরানের বুকে ছুরিকাঘাত করে পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে পুলিশ পঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।