যশোরে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুকুর থেকে জোনাকি খাতুন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে যশোর শহরের মডেল মসজিদের পিছনে একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জোনাকির স্বজনদের দাবি তার সৎ মা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন।
নিহত শিশু জোনাকি যশোরের বেনাপোল পোড়াবাড়ি এলাকার মো: শাহিন তরফদারে মেয়ে। জোনাকি শাহিনের ১ম স্ত্রীর ছোট সন্তান ছিলো। বর্তমানে শাহিন তরফদার তার ২য় স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে শহরের মডেল মসজিদের পিছনে ভাড়া বাড়িতে বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত জোনাকি বেনাপোলে তার দাদার বাড়িতে থাকে। ৬ দিন আগে দাদার বাড়ি থেকে যশোর শহরের রেলগেট এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসে। সোমবার (০১ এপ্রিল) দুপুর থেকে সে নিখোঁজ ছিলো।
অনেক খোঁজা-খুঁজির পর মঙ্গলবার দুপুরে শিশু জোনাকির মরদেহ বাড়ির পিছনের একটি পুকুরে ভেসে থাকতে দেখা যায়। নিহত জোনাকির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ, শিশু জোনাকির বাবা শাহিনের সম্পত্তি আত্মসাৎ করতে সৎ মা নার্গিস জোনাকিকে নির্যাতন করে হত্যা করেছেন।
যশোরে নিখোঁজের ২৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধারের বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় অনুসন্ধান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা নার্গিসকে গ্রেফতার করা হয়েছে।