নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঈদের যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। পথে মধ্যে মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর থানার অভিসার ইনচার্জ (ওসি) মো: তানভীর আহমেদ জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।