কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩টি বস্তার ভেতর থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২৪৩ ক্যান বিয়ার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১০ এপ্রিল) কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো: সুয়াইব বিকাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার (১০ এপ্রিল) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেনাফের শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়া ঝাউবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা ৩টি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়।
এরপর বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১২৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ১১৯ ক্যান মিয়ানমার লেজার বিয়ার পাওয়া যায়। এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কক্সবাজারের টেকনাফে আইস ও বিয়ার জব্দের বিষয়ে লে. কমান্ডার (বিএন) মো: সুয়াইব বিকাশ জানান, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।