নরসিংদীর রায়পুরায় পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার একটি বাজারের পাশের ব্রিজের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই ট্রাকটিতে প্রায় ১০টন পাট বোঝাই করা হয়েছিলো। ট্রাকটি মঙ্গলবার রাতে পান্থশালা থেকে ছেড়ে রায়পুরা বাজারে পৌঁছালে ওপরে থাকা ঝুলন্ত বিদ্যুতের তার ট্রাকে থাকা পাটের সাথে লেগে যায়।
এ সময় একটি তার থেকে আগুনের উল্কা ট্রাকটিতে থাকা পাটের ওপরে পড়ে আগুন লেগে যায়। ট্রাকচালক দ্রুত গতিতে বাজার থেকে বের হয়ে ট্রাকটি নিয়ে ফাঁকা জায়গায় আসেন।
নরসিংদীর রায়পুরায় পাটবোঝাই চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের বিষয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো: ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে এ অগ্নিকাণ্ড ঘটেছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।