বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ভ্যানের ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যানবাড়ী মোড়ে মোংলাগামী ১টি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর ২ জনই মারা যান।
নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝননিয়া গ্রামের মো: ইকলাস মোড়লের ছেলে মো: আজাদ (৩৫), একই গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে মো: সাঈদ মোড়ল (৪৫) ও কুমরাই গাববুনিয়া গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে মো: মনি (৪৫)।
বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো: বাবুল আক্তার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত সাঈদ মোড়লের মরদেহসহ গুরুতর আহত ২ জনকে ট্রাকের চাকার নিচ থেকে উদ্ধার উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে পাঠান।
সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর ২ জনই মারা যান। এসময় ঘাতক ট্রাকটির চালক মো: গাজী সাফায়েত হোসেনকে (১৮) গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক যশোর জেলার চৌগাছা উপজেলার চানাদা-আফরা এলাকার মো: শামসুর গাজীর ছেলে।