তীব্র তাপদাহে অতিরিক্ত গ্ররমের কারণে গাজীপুরের কালীগঞ্জে রেললাইন বেঁকে গেছে। তবে এই ঘটনাটি রেলওয়ের টহলরত কর্মকর্তাদের নজরে আসায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। বর্তমানে ওই রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার দিলীপ চন্দ্র দাস বলেন, চলমান তীব্র তাপদাহে প্রচণ্ড গ্ররমে আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের আড়িখোলা স্টেশনের অদূরে (পশ্চিম দিকে) চুয়ারিয়াখোলা এলাকায় প্রায় ১৫ ফুট রেললাইন বেঁকে যায়।
বিষয়টি জানাতে পেরে রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদা মাটি ও পানি দিয়ে বেঁকে যাওয়া রেললাইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরে ওই রেললাইন মেরামতের পর ২টি ট্রেন ওই স্থান দিয়ে ধীর গতিতে গন্তব্যে চলে যায়। এছাড়াও ডাবল লাইনের অন্য ১টি রেলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।