টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে নেমে খাগড়াছড়ি-সাজেক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছে।
মঙ্গলবার (০১ জুলাই) দিবাগত রাত থেকে বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাজেকের বাঘাইহাট, মাচালং বাজার এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এলাকা প্লাবিত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকের আশেপাশের এলাকা প্লাবিত হওয়ায় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। এই কারণে সাজেক থেকে পর্যটকবাহী যানবাহনগুলো ছেড়ে যেতে পারেনি। তবে পানি নামতে শুরু করলে যান চলাচল স্বাভাবিক হবে।