অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বৃহত্তম দল। এই দলে অনেক ভালো মানুষ আছে, তাদের মধ্যে অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অথচ তারা এখন দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দল গোছান, আপনারা তো আর নিষিদ্ধ না। সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, আপনাকে কেউ যেতে বলেনি, আপনি স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন। আপনি আবার ফিরে আসেন, আপনার দল ও নাগরিকত্ব তো বাতিল হয়নি। আপনাকে আমরা সাবাই শ্রদ্ধা করি।
তিনি আরও বলেন, রাজধানীর শাহবাগে গণ্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না বরং আপনাদের কারণে জনগণ আবার ফুঁসে উঠবে। আপনারা আওয়ামী লীগ নতুন করে আবার দল গঠন করুন এবং নতুন মুখ নিয়ে আসুন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে, তারা না বুঝে এই শব্দ ব্যবহার করছে। কিছুদিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির বিষয়ে কেবিনেটে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আমাদের কাজ হলো দেশের সাধারণ মানুষকে সুরক্ষা দেয়া। হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান সে যাই হোক না কেন, তাদের সবাইকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।