শেখ হাসিনার পতনের পর দেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শেখ হাসিনার সরকারের আমলে খুচরায় প্রতিকেজি চিনি ১৩৫ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা ১০ টাকা কমে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও চিনি’র দাম কমেছে ।
আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি চট্টগ্রামের পাইকারি বাজারে প্রতিকেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৫ আগস্টের পর থেকেই চিনি’র দাম কমেছে। এর আগে দেশের বাজারে প্রতি কেজি চিনি পাইকারিতে ১২২ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।
অন্যদিকে, সরকারি চিনি মিলগেটে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এই দাম দীর্ঘদিন ধরে একই রকম আছে। এদিকে আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমেছে। সেই অনুযায়ী দেশের বাজারে চিনি’র দাম আরও কমা উচিত ছিল বলেও জানান তিনি।