সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৮ জন যাত্রী।
শনিবার (০৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের ওপর এ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বাসের মালিক সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লার মো: রহিজ উদ্দিন (৫৫), তাঁর ছেলে মো: শাহরিয়ার (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের চন্দ্র শেখর (৪৪)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল কাদের জিলানী জানিয়েছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নং পিলারের কাছে এসে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনকে উদ্ধার করে। এ সময় আহত ৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।