গুলি করে হত্যার পর এক কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর)। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত (১৫) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোরবেলা বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে নিহত কিশোরের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানিয়েছেন পরিবার।
নিহত জয়ন্ত উপজেলার লাহীড়ির ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের পুত্র। আহতরা হলেন, নিহত জয়ন্তের পিতা মহাদেব (৩৫) ও একই এলাকার দেবারুক (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক দালালের পরামর্শে অবৈধভাবে ভারতে প্রবেশের সম্মতি জ্ঞাপন করে ধনতলা ইউনিয়নের ১৮-২০ জনের একটি দল।
সোমবার ভোরে ধনতলা বিওপির ৩৯৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ওপাড়ের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলি লেগে তাদের মধ্যে জয়ন্ত নামে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় আরো দুজন আহত হলে পালিয়ে যান তারা।
এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: তানজির আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি শুনেছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের বিষয়েও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।