টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, পিএসসি। বুধবার (০৮ জানুয়ারি) তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে ।
টিসিবির সূত্রে জানা যায়, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দায়িত্বভার গ্রহণ করবেন। আর এই দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো: মোস্তফা ইকবালকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নেওয়া হবে।