মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে থানা পুলিশ। এর মধ্যে ৬ জন জেলহাজতে এবং মামলা বাকি ১৫ জন পলাতক রয়েছেন।
গত ১ জানুয়ারি শাহবাগ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আসাদুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন।
কারাগারে থাকা আসামিরা হলেন, মো: জালাল মিয়া, আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, আল হোসেন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন সাহ, সুমন মিয়া ও ওয়াজিবুল আলম। এই ৬ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাকি ১৫ পলাতক আসামি হলেন, ফিরোজ কবির, সাকিব রায়হান, আবদুস সামাদ, ইয়াসিন আলী গাইন, ফজলে রাব্বি, ইয়ামুজ্জামান ইয়াম, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, সুলতান মিয়া, রাতুল হাসান, নাসির উদ্দিন, শিশির আহমেদ, মোবাশ্বের বিল্লাহ, মহসিন উদ্দিন ও আব্দুল্লাহিল কাফি। তাদের সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানা পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান জানান, ঢাবির ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকে বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে।