রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইমরান হোসেন (২২), আশাফ উদ্দিন বাবু (২২), আনতা মীম (২১), আসিফ (২৪), মাসুদ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪) ও আল আমিন (২৪)।
আহত অবস্থায় আল আমিন গণমাধ্যমে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যাত্রাবাড়ী জোন সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহ-যোদ্ধার ওপর হামলা করা হয়। এ বিষয়ে জবাবদিহিতা চাইতে সংগঠনের প্রধান কার্যালয়ে এলে তখন তারা আমাদেরকে প্রতিহত করতে নাইম নামের এক ব্যাক্তিকে পাঠায়। সে এসে আমাদেরকে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল এগুলো বলে ট্যাগ দেয়। ওই আমাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকক্ষণ পর আমরা পরিবেশ শান্ত করি। এরপর সমন্বয়ক রিফাত রশিদ, আসাদ বিন রনি, আনাফ, হৃদয়সহ যারা বর্তমান কমিটির সমন্বয়ক আছেন, তারা আসেন। এসে আমাদের কথা শোনার সময় তারা চার্জ করতেছিল। ওই সময় তাদের নেতৃত্বে আবারও আমাদের ওপর আবার হামলা করা হয়। এসময় ৭ শিক্ষার্থী আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।