বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো: নুরুজ্জামান বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনর্চার্জ (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিকেলে স্বেচ্ছসেবক লীগ নেতা নুরুজ্জামানকে আটক করে আশুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে আমারা থানা নিয়ে এসেছি। আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও বলেন, নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, হত্যা, পুলিশের ওপর হামলা, অস্ত্র, চাঁদাবাজি, জমি দললসহ ১৭টি মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ এপ্রিল শাজাহানপুর থানায় ঢুকে অস্ত্র মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলায় ৮ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নুরুজ্জামানসহ ৪৫ জনকে আসামি করে পৃথক আইনে দুটি মামলা হয়। পরে নরুজ্জামানকে গ্রেফতার করা হয়। তবে অল্প কিছু দিনের মধ্যেই জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।