শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাকিয়া সুলতানা ও মো: কামরুল হাসানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে জনস্বার্থে অবসর দেওয়া হলো।
প্রসঙ্গত মো: কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজারের ডিসি ছিলেন।
জাকিয়া সুলতানাকে ২০২৩ সালের সেপ্টেম্বরে সচিব থেকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয় পতিত আওয়ামী লীগ সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১০তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বিল্পবে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।