ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৫ মার্চ) ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ডেইলি স্টার ভবনে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চালু হওয়া এই অ্যাপটি গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। অনুরোধ করবো, এটি ব্যবহার না করে “নারী নির্যাতন” বা “নিপীড়ন” শব্দ ব্যবহার করবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতনের কথা বলা হয়েছে।’
তিনি আরও বলেন, যেসব ঘটনা আতঙ্ক সৃষ্টি করে, সেগুলো সংবাদ কম দেখানো উচিত। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন, তবে যদি একটু “রিজনেবল” উপস্থাপন করা যায়, তাহলে ভালো হয়।’
ডিএমপি কমিশনার জানান, গণপরিবহনে ‘হেল্প’ অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক এফআইআর হিসেবে গণ্য করে পুলিশ ব্যবস্থা নেবে, ফলে অভিযোগকারীদের থানায় যাওয়ার প্রয়োজন হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সঞ্চালনা করেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। এছাড়াও উপস্থিত ছিলেন সুইচ বাংলাদেশের নির্বাহী পরিচালক মাইনুল আহসান ফয়সাল, সলিউশন স্পিনের পরিচালক আব্দুল্লাহ আল সালেহ, বিজেসির সদস্যসচিব ইলিয়াস হোসেন ও কোষাধ্যক্ষ মানস ঘোষ।