দিনাজপুরের বিরল সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়েছে। কৃষিকাজের সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ১০ এর কাছে।
আটক হওয়া বাংলাদেশিরা হলেন, স্থানীয় ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) এবং তার ছেলে মাসুম (১৫)।
ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা সীমান্ত এলাকায় প্রতিক্রিয়া জানিয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভারতীয় দুই নাগরিককে নিজেদের হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজে ব্যস্ত ছিলেন এনামুল ও মাসুম। এ সময় সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। পাল্টা প্রতিক্রিয়ায়, আশপাশের গ্রামবাসী দ্রুত জড়ো হয়ে ভারতীয় দুই নাগরিককে আটক করেন।
ঘটনার পর সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। এখনো বিএসএফের কাছে আটক থাকা দুই বাংলাদেশিকে ফেরত আনার বিষয়ে বিজিবি সক্রিয় ভূমিকা রাখছে বলে জানা যায়।