রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স আয়োজিত নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত, তাহলে সেটা ভালো হতো। তবে সরকারের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই।”
তিনি আরও বলেন, “সরকারি প্রজ্ঞাপন জারি হলে আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আশা করছি সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন আসবে।”
এ সময় জুলাই সনদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই সনদ প্রদান সম্ভব।”