বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিনাহালি গ্রাম তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) এবং একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করা হয়। এসময় হারুনুর রশিদ ও ইদ্রিস আলীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে পলাতক সন্দেহভাজন ইছাহাক আলীর (ইচন)বাড়ির গোয়াল ঘর থেকে আরও দুইটি গরু উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।