ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে নিয়ম ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত এক ভোটকেন্দ্রে প্রবেশকে ঘিরে তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
আবিদুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, “আমি কোনো নিয়ম ভঙ্গ করিনি। রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই প্রবেশ করেছি। আমি চাই এই নির্বাচনকে আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করি, অভিযোগের রাজনীতিতে না যাই।”
তিনি আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের জন্য আলাদা কোনো প্রবেশকার্ড সরবরাহ করেনি। এ কারণে প্রথমদিকে মেয়েদের হলকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে তাকে সমস্যায় পড়তে হয়, পরে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন—এটাই তার অবস্থান।
ভিপি প্রার্থী আবিদুল বলেন, আমি চাই শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিক। আমার উদ্দেশ্য কোনও নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করা নয়।”