চাঁদপুরের শাহরাস্তিতে এক কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী গোলাপ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) উপজেলার শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বয়স মাত্র ১৪ বছর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ওই কিশোরী দোকান থেকে বাড়ি ফেরার পথে শিবপুর এলাকার পারিবারিক কবরস্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনার পর কিশোরী বাড়ি ফিরে মাকে বিষয়টি জানালে, তার মা মাজুদা বেগম স্থানীয়দের জানান।
পরে এলাকাবাসী প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হলে মাজুদা বেগম শাহরাস্তি থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে বুধবার (৮ অক্টোবর) রাতে গোলাপ রহমানকে গ্রেফতার করে। একই দিন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা নিই। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।