বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার রায়গঞ্জ উপজেলার প্রতিনিধি আবুল কালাম বিশ্বাস (৫৫) নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকামুখী লেনের একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ছিলেন। তিনি স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর ছিলেন বলেও জানা গেছে।
গতকাল রাতে তিনি মোটরসাইলে করে বগুড়া থেকে রায়গঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টার দিকে আবুল কালাম বিশ্বাস উপজেলার ছোনকা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহসড়কের রেলিং সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মারা যান তিনি।
শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, আবুল কালাম বিশ্বাসকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর তার নিকট স্বজনেরা লাশ নিয়ে চলে গেছে। দুর্ঘটনার এই তথ্য তার থানায় লিপিবদ্ধ করা রয়েছে।