বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও বগুড়ার সংগঠক সাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা শাহবাগ থানা পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “শাহবাগ থানা পুলিশ এসে সাকিব খানকে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় সাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি করেছে শাহবাগ থানা পুলিশ।


