রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ইজিবাইক চালকের মৃত্যুদণ্ড

বিশেষ সংবাদ

মাদারীপুরে মাদ্রাসাছাত্রী সানজিদা আক্তার দীপ্তি (১৭)কে ধর্ষণের পর হত্যার ঘটনায় ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন খান (৫৫) সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার মৃত সিরাজুল ইসলাম খানের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ জুলাই মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা হাজী মো. মজিবর ফকির মরদেহটি তাঁর মেয়ে দীপ্তির বলে শনাক্ত করেন।

এর দুই দিন পর ১৫ জুলাই অজ্ঞাতদের আসামি করে ধর্ষণের পর হত্যা মামলা করেন দীপ্তির বাবা।

তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ইজিবাইক চালক সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরে আদালতে তোলা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

জবানবন্দিতে সাজ্জাদ জানান, ২০১৯ সালের ১১ জুলাই বৃষ্টির মধ্যে শহরের ইটেরপুল থেকে চরমুগরিয়া যাওয়ার উদ্দেশ্যে তাঁর ইজিবাইকে ওঠেন দীপ্তি। সেদিন অন্য কোনো যাত্রী না থাকায় ‘ব্যক্তিগত কাজ আছে’ বলে তাঁকে নিজ বাড়িতে নিয়ে যান সাজ্জাদ। পরে ঘরের ভেতরে আটকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তিনি।

ঘটনা গোপন রাখতে মরদেহে ইট বেঁধে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন সাজ্জাদ। দুদিন পর মরদেহটি ভেসে উঠলে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওই বছরের ১৯ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম সাজ্জাদকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এই মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সাজ্জাদ হোসেন খানকে মৃত্যুদণ্ড দেন এবং নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

মামলার বাদী ও নিহতের বাবা হাজী মো. মজিবর ফকির বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করেছে সাজ্জাদ। আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আমি চাই দ্রুত রায় কার্যকর করা হোক।’

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির বলেন, ‘সাজ্জাদ তার অপরাধের যথাযথ শাস্তি পেয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য দিয়ে ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এই রায় অন্যদের জন্যও সতর্কবার্তা হবে। দ্রুত রায় কার্যকরের প্রস্তুতি নেওয়া হবে।’

প্রসঙ্গত, ফরিদপুরে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগের পর ২০১১ সালে মুক্তি পান সাজ্জাদ হোসেন খান। এরপর ২০১৯ সালের ১১ জুলাই আবারও এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত হন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সালমান শাহ হত্যার আসামিদের ফোন ট্র্যাকিং করা হচ্ছে: পুলিশ

বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য এখনও জট খুলেনি। দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর রমনা থানা...

রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করব: হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, রিয়া মনিকে তালাক দেওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করবেন।শুক্রবার (১৭...

জনপ্রিয়

অপরাধ

কক্সবাজারে নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৬ অক্টোবর) সকাল...

ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর মাইজদী এলাকায় পবিত্র ওমরাহ পালন শেষে গ্রামের বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহতের নাম আবুল কালাম আজাদ (৫৩)। তিনি সদর...

চট্টগ্রামে শ্রী শ্রী লোকনাথ আশ্রমের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ আশ্রম থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে...

কক্সবাজারে নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদ (১৪) এর মরদেহ...

ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর মাইজদী এলাকায় পবিত্র ওমরাহ পালন শেষে গ্রামের বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহতের নাম...

চট্টগ্রামে শ্রী শ্রী লোকনাথ আশ্রমের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের শ্রী শ্রী লোকনাথ আশ্রম থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।শনিবার...

ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে একটি গোষ্ঠী: বিএনপি নেতা সোহেল

কুমিল্লায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধু...

বগুড়ার কাহালুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালু উপজেলায় বর্ষা খাতুন (২০) নামে এক গৃহবধূর...

দুর্নীতির প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত নয়: গোলাম পরওয়ার

বিশ্বব্যাপী যে দুর্নীতি চলছে তার প্রভাব থেকে বাংলাদেশসহ সব...