বগুড়ার শেরপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর মুক্তা খাতুন (১৯) নামে এক তরুণী বিষাক্ত কীটনাশক পান করে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা খাতুন লাঙ্গলমোরা গ্রামের মোঃ ইয়াসিন আলীর স্ত্রী ও মোঃ আবু সাঈদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের একপর্যায়ে মুক্তা খাতুন সকলের অগোচরে ঘরের ভেতরে গিয়ে বিষাক্ত কীটনাশক পান করেন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শেরপুর থানার এসআই মোঃ আমিরুল সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।


