নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশীকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা আটক করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তাকে সীমান্ত পিলার ২৩১ এর ভারতের অভ্যন্তরে নীলমারীচর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত আইয়ুব আলী নবী (৩৫) নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নান (মানু) এর ছেলে। পরে তাকে হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে। সে ভারতে গরু নেয়ার জন্য প্রবেশ করেছিল বলে জানা গেছে।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


