গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ আলম সরকার সাজু (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ আলম সরকার সাজু গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ২০২৫ সালের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করা হয়। সেই মামলায় শাহ আলম সরকার সাজুকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম।


