নির্বাচন কমিশন (ইসি) যদি শাপলা প্রতীক না দেয় তাহলে রাস্তায় নামবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এমন মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, আইনজ্ঞরা বলেছেন শাপলাকে নির্বাচনি প্রতীক দিতে কোনো আইনগত বাধা নেই; তারপরও ইসি প্রতীক দিচ্ছে না।
রোববার (২৬ অক্টোবর) দুপুর পৌনে দুইটায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “তাদের যদি এটুকু স্বাধীনতা না থাকে, তাহলে নির্বাচনে তাদের ওপর আস্থা রাখতে পারবো না।” শাপলা প্রতীক পেতে যদি এনসিপিকে রাজপথে নামতে হয়, তাহলে একইসাথে এনসিপি সেই নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আন্দোলন করবে।
সারজিস আলম জানান, তারা বিভিন্ন আইন প্রণেতা, আইনজ্ঞ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে এবং সবাই বলেছেন শাপলার ক্ষেত্রে আইনগত বাধা নেই। তিনি বলেন, এনসিপি নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালী করার জন্য দেশের প্রতিটি জেলায় সফর চালিয়ে যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি জেলায় কমিটি ঘোষণা করা হবে এবং ডিসেম্বরের মধ্যে সব উপজেলায়ও কমিটি গঠন সম্পন্ন হবে।
সারজিস বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নিশ্চয়তা না থাকায় এনসিপি মেরদণ্ড সোজা রেখে ঐ সনদে স্বাক্ষর করেনি, যেখানে নিশ্চয়তা তৈরি হবে, সেদিনই জনগণের পক্ষ থেকে তারা স্বাক্ষর করবে বলে জানিয়েছেন তিনি।


