রাজধানীর বংশাল থানার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় ছাদের রেলিং (কার্নিশ ওয়াল) ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিউল সকালে মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। ঠিক কসাইটুলি এলাকায় পৌঁছানোর সময় ভূমিকম্প অনুভূত হয় এবং পুরোনো ভবনের ছাদের রেলিং ভেঙে রাস্তায় পড়ে। এতে রাফিউল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রাফিউল ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ইসহাক মিয়ার ছেলে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচ (সেশন ২০২৩–২৪) এর শিক্ষার্থী ছিলেন। সহপাঠী ও পরিবার সূত্রে জানা গেছে, তিনি পড়াশোনায় মনোযোগী এবং শান্ত স্বভাবের ছিলেন।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ভবনগুলো কাঁপতে থাকে এবং দ্রুত কিছু অংশ ভেঙে পড়ে তিনজনকে চাপা দেয়। রাফিউলসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। নিহত অন্য দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।
রাফিউলের সহপাঠী মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ভূমিকম্পের সময় মেসেঞ্জারে খবর আসে—আমাদেরই সহপাঠী গুরুতর আহত হয়েছে। পরে নিশ্চিত হই, রাফিউল আর বেঁচে নেই।”
ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মজুমদার জানান, রাফিউল নিয়মিত শিক্ষার্থী ছিলেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য নেই।


