যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ভারতীয় নাগরিক নাজির হামিদকে ধরতে ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ ১৫ হাজার টাকা) পুরস্কার ঘোষণা করেছে। হামিদ নিউ জার্সিতে ২০১৭ সালের একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।
বার্লিংটন কাউন্টি প্রসিকিউটর অফিসের (বিসিপিও) বরাতে জানা গেছে, ৩৮ বছর বয়সী নাজির হামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ২০১৭ সালের মার্চে নিউ জার্সির ম্যাপেল শেডের একটি অ্যাপার্টমেন্টে ভারতীয় নারী শশীকলা নারা (৩৮) ও তার ছয় বছরের ছেলে অনিশ নারাকে হত্যা করার জন্য। হামিদের বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম ডিগ্রি হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যাকাণ্ডের ছয় মাস পরে হামিদ ভারতে চলে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। নিউ জার্সির গভর্নর ফিল মারফি জানান, তিনি ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাকের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ভারতের সহযোগিতার অনুরোধ পাঠিয়েছেন।
ম্যাপেল শেড পুলিশ প্রধান ক্রিস্টোফার ফ্লেচার বলেন, “সেদিনের দৃশ্যটি অকল্পনীয় ছিল। মা ও ছেলের লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত চলেছিল।” হামিদ একই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকতেন এবং ভুক্তভোগীদের স্বামী-সাথী একই কোম্পানিতে কাজ করতেন।
হামিদের বিরুদ্ধে অভিযোগ ঘোষণায় সময় লেগেছে অতিরিক্ত প্রমাণ সংগ্রহ ও ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে। অভিযুক্তের ডিএনএ নমুনা ভারত থেকে সংগ্রহ করে হত্যাকাণ্ডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
বিসিপিওর তদন্ত প্রধান প্যাট্রিক থর্নটন বলেন, “আমাদের মনে কোনও সন্দেহ নেই যে, হামিদই এই নির্মম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।” প্রসিকিউটর অফিস আশা করছে, দ্রুত তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে। ব্র্যাডশ বলেন, “সহিংস অপরাধীরা সীমান্ত বা দূরত্ব অতিক্রম করে ন্যায়বিচার এড়িয়ে যেতে পারবে না। আমরা ভারত ও যুক্তরাষ্ট্রের পূর্ণ সহযোগিতা চাই।”


