বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত এই সভায় রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, সুধীজন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন অঙ্গনের মানুষ অংশ নেন।
সভায় বক্তারা শেরপুরের চলমান সমস্যা ও উন্নয়ন চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁরা মাদক বিস্তার, অবৈধ মাটিকাটা, মহাসড়ক দখল, সারের সংকট ও জনভোগান্তির নানা বিষয় উল্লেখ করে জরুরি ভিত্তিতে সমাধানের আহ্বান জানান। বক্তারা বলেন, প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয়দের সক্রিয় সহযোগিতা থাকলে এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জামায়াতে ইসলামীর সভাপতি দবিবুর রহমান, সাবেক মেয়র জানে আলম খোকা, সিপিবির সভাপতি হরি শংকর সাহা, শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, এনসিপির যুগ্ম সমন্বয়ক ইয়াসিন আলী হিমেল, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ওবায়দুর রহমান এবং ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
সভা শেষে ইউএনও এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ শেরপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন, আইন–শৃঙ্খলা এবং জনসেবামূলক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।


