জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। রাজধানীর বাংলামোটর কার্যালয়ে বুধবার ঘোষিত এই তালিকায় প্রাথমিকভাবে ১২৫ আসনে দলের প্রার্থীদের নাম জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এর আগে তিনি গত ১৬ নভেম্বর এনসিপির বাংলামোটর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা—বোদা পৌরসভার একটি অংশ বাদ দিয়ে—গঠিত। আসনটিতে রাজনৈতিক তৎপরতাও ইতোমধ্যে লক্ষণীয়। এর আগে গত ৩ নভেম্বর বিএনপি এই আসনের প্রাথমিক প্রার্থী হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের নাম ঘোষণা করেছে।
এনসিপির প্রকাশিত তালিকা এখনো প্রাথমিক ধাপের। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ও মনোনয়ন যাচাই সম্পন্ন হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।


