বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার শিক্ষিত তরুণদের প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ইওর গেটওয়ে টু গ্লোবাল আউটসোর্সিং’ শীর্ষক এক বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শেরপুর উপজেলার দুবলাগাড়ীস্থ ‘রুহুল আইটি’ অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করা হয়।
বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভির বিশেষ কর্মসূচি ‘একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর–ধুনট’ এর ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে দুই উপজেলার প্রায় ৩০০ শিক্ষার্থী ও আগ্রহী তরুণ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের করপোরেট ও টেলিকম খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব মেহবুব চৌধুরী এবং এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি। এছাড়াও রুহুল আইটির পরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হলো অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার। শেরপুর-ধুনট অঞ্চলের মেধাবী তরুণদের যদি পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা যায়, তবে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এর ফলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, যা গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে।
আসিফ সিরাজ রব্বানী তার বক্তব্যে বলেন, “আমরা একটি চিন্তাশীল ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়তে চাই। তরুণরা যাতে ঘরে বসেই বিশ্ববাজারে কাজ করে নিজেদের ও দেশের ভাগ্য বদলাতে পারে, সেই পথ সুগম করাই আমাদের লক্ষ্য।”
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আউটসোর্সিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণ করেন। স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে তরুণদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।


