ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একইভাবে বিচার কার্যকর হবে।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি এবং ভিখারির জন্য একই বিচার হবে। কারও প্রতি কোনো অবিচার করা হবে না।” তিনি আরও বলেন, গত ১৭ বছরে গুমের শিকার পরিবারগুলো সবচেয়ে বড় মজলুম। যে জাতি মায়েদের সম্মান দিতে ব্যর্থ, তারা আন্তর্জাতিক মঞ্চে অপমানিত হয়। আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সকলের হাতে সম্মানের কাজ থাকবে।
জামায়াত আমির নির্বাচনী জনসভায় আশ্বস্ত করেন, ক্ষমতায় এলে দেশের সব সেক্টরে পরিবর্তন আসবে। কুষ্টিয়া চিনিকল খুলে দেওয়া হবে এবং পুরনো রাজনীতির প্রভাব কমিয়ে তরুণ প্রজন্ম ও নারীদের জন্য সুযোগ তৈরি করা হবে। তিনি বলেন, “নারীদের জন্য বড় শহরে আলাদা বাস সার্ভিস চালু করা হবে। আমাদের এত তালা কেনার টাকা নেই যে ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালাবদ্ধ রাখবো না। নিরাপদ কর্মস্থল ও সমাজ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
ডা. শফিকুর রহমান বলেন, পদ্মা-গড়াই নদী এখন আর নদী নয়, বরং মরুভূমি। নদী বাঁচাতে প্রয়োজনীয় অর্থ ঠিকমতো ব্যয় না করে অন্যদিকে ব্যবহার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর অনেকেই দেশ রক্ষায় রাস্তায় নেমেও অনেকে দেশকে ক্ষতিগ্রস্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ যদি সংসার চালাতে চাঁদাবাজির আশ্রয় নেন, আমরা তাদের কাছে আমাদের আশ্রয় নেওয়ার আহ্বান জানাচ্ছি।
জামায়াতের এই বক্তব্যে সরকারের প্রতি সমালোচনা এবং দলের নির্বাচনী অঙ্গীকার এক সঙ্গে তুলে ধরা হয়েছে, যেখানে সবার জন্য ন্যায়ের নিশ্চয়তা ও নারী ও যুবসমাজের জন্য সুযোগের প্রতিশ্রুতি প্রধান বিষয় হিসেবে জায়গা পেয়েছে।


