প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। রবিবার ডানেডিনে বারবার বৃষ্টির বাধায় ৩০ ওভারে নেমেআসা ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ২৩৯ রান সংগ্রহ করে । তবে ডিএলএস পদ্ধতিতে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানে। জবাবে খেলতে নেমে ৪৪ রানে হারে বাংলাদেশ।
ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। স্লিপে টম লাথামকে ক্যাচ উপহার দিয়েছেন সৌম্য সরকার। চার বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন এনামুল হক বিজয়। তবে সেটি বেশিদূর গড়ায়নি।
কিউই স্পিনার ইশ সোধিকে রিভার্স সুইপ করতে গিয়ে ১৫ রানে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ম ওভারে ৪৭ রানে ২য় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে আর কেউ বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন টাইগার ব্যাটার এনামুল হক বিজয়। ২য় সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন। তাওহীদ হৃদয় করেছেন ৩৩ রান। মেহেদি হাসান মিরাজ অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন।