প্রার্থীর মৃত্যুতে, নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে। ১ প্রার্থীর মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী নওগাঁ-২ (ধামইরহাট, পত্নীতলা) আসনের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলোচনাকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকার ১টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: আমিনুল হক (৭৫)। পূর্বে এই নেতার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাতিল হয়েছিল।
ইসিতে আপিল করেও মনোনয়ন ফেরত পাননি তিনি। পরবর্তীতে উচ্চ আদালতে রিট আবেদনের মাধ্যমে প্রার্থিতা ফেরত পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।
প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত রাখার বিষয়ে ইসির নির্দেশনায় বলা হয়েছে, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থীর যদি মৃত্যু হয় কিংবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি কারো প্রার্থিতা বাতিল হয়, তাহলে অনুচ্ছেদ ১৭-এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বন্ধ করতে হবে। তারপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ইসিকে জানাতে হবে।
এতে আরও বলা আছে, নির্বাচন কমিশন ওই নির্বাচনী এলাকার জন্য নতুন করে তফসিল ঘোষণা করবেন। কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। কিন্তু যাদের মনোনয়নপত্র আগে থেকেই বৈধ, তাদের নতুন করে ফের মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও আর জমা দিতে হবে না বলে উল্লেখ করা রয়েছে।