ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল হলেন চিত্রনায়ক ওমর সানী। ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধের কাহিনী নিয়ে সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে সিনেমা অপারেশন জ্যাকপট। সিনেমাটি বাংলাদেশ-ভারত মিলে পরিচালনা করছেন বাংলাদেশের মো: দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতের শ্রী রাজিব বিশ্বাস। এতে ১৯৭১ সালে ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল ওংকার সিং কাটকাটের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানী।
ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর লুকের ছবিও প্রকাশ করেছেন ওমর সানী। চরিত্রটি সাবলীল ভাবে ফুটিয়ে তুলতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্যাপশনে ওমর সানী লিখেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট, আর এই ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার, তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ জানাই এই সিনেমার প্রযোজক ও পরিচালককে।
সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে ১৯৭১ সালের ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে অপারেশন জ্যাকপট নামের এই অভিযানে চট্টগ্রাম ও চাঁদপুর, মোংলা সমুদ্রবন্দর ও নারায়ণগঞ্জে এক সঙ্গে গেরিলা অপারেশন পরিচালনা করা হয়েছিল।
এই অভিযানে পাকিস্তান ও আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ইতিহাসের সাহসী সেই অভিযানের সোনালি সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে এই সিনেমাটিতে।