বিএনপির আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বিএনপি ও জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বারবার নির্বাচন বর্জন করা বিএনপির আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া এখন আর কিছুই করা নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত এবং ভিত্তিহীন।
সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, দেশের জনগন এই নির্বাচনে ৭১ এর পরাজিত শক্তি এবং ৭৫ এর খুনিদের বিরুদ্ধে রায় দিয়েছে। স্বার্থান্বেষী, আগুন সন্ত্রাসী মহলের বিরুদ্ধে জনগণ তাদের রায় দিয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নতুন করে সরকার গঠন করে তিনি তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবেন। আমাদের ইশতেহারে দেওয়া সকল ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ ও স্মার্ট। এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। আগামী বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ জনসভা করবে বলেও জানিয়েছেন তিনি।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো: জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সুজিত রায় নন্দী প্রমুখ।