নোয়াখালীর বেগমগঞ্জে বহুতল ভবনের মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালী সদর উপজেলার উত্তর চর ওয়াফদা গ্রামের মো: জামাল মজুমদারের ছেলে মো: শাকিল (২৫), একই উপজেলার সোনাপুর এলাকার মো: রিয়াজ (২৬) এবং কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা মো: কামরুল (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ১টি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করার সময় লম্বা লোহার পাইপ পল্লী বিদ্যুতের ৪৪ হাজার ভোল্টে বিদ্যুতায়িত হয়ে ৩ জন নির্মাণশ্রমিক গুরুতর আহত হন। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিাসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। নিহত ৩ জনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মর্গে রয়েছে। অভিযোগ অনুযায়ী আইনী পদক্ষেপ নেওয়া হবে।