বগুড়ার নন্দীগ্রামে অর্থ আত্মসাতের ২ মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সনাতন সরকারকে (৪২) আটক করেছে থানা পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত সনাতন সরকার উপজেলার বুড়ইল দোগাছিপাড়ার নিতাই চন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) পলাতক আসমির নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আসামি সনাতনের বিরুদ্ধে শেরপুর থানার পৃথক ২টি প্রতারণার মামলা আছে একটিতে ১ বছরের কারাদণ্ড ৫ লাখ টাকা জরিমানা ও আরেকটিতে ১ বছরের কারাদণ্ডসহ ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানার রায় হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
বগুড়ার নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি আটকের বিষয়ে, নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: মামুনুর রশিদ মামুন বলেন, দুই মামলার আসামি সনাতনের বিরুদ্ধে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালতের বিচারক। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওই আসামিকে আটক করা হয়।