নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শটগানের গুলিতে ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে রূপগঞ্জের নাওরা এলাকায় মো: মোশারফ মেম্বারের বাড়ির সামনে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, আরিফ (৯), রোমান (১৯), নূর হোসেন (২৪), শামীম (২৫), তাজ মোহাম্মদ (৩১), আকবর (৩২), জয়নাল (৩৬) ও মুক্তার (৬০)।
স্থানীয় সূত্রে জনা গেছে, মো: শামীমের বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে আসছিল স্থানীয় প্রভাবশালী ১টি মহল। সোমবার সকালে স্থানীয় রফিক, আলাল, আলাদিন, বকুল, ফরিদ, আল-মামুন, ইউসুফ, নাজমুল ও শাহীনসহ অন্তত ৫০ জন তাদের ওপর সশস্ত্র আক্রমণ করেন। এতে তারাও বেশ কয়েকজন একত্রিত হয়ে বাধা দিলে তাদেরকে ব্যাপক মারধর করে এবং শটগানের গুলি চালায়। এ সময় তারা ৮ জন গুলিবিদ্ধ হয়।
আরও জনা যায়, এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। গত ফেব্রুয়ারি মাসেও তাদের ওপর একইভাবে আক্রমণ করা হয়েছিলো। তখনও ৫/৬ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা ভর্তি ছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৮ জনের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বলেন, আহত ৮ জনের শরীরেরই কম-বেশি শটগানের গুলির চিহ্ন রয়েছে। তবে আহতদের অবস্থা শঙ্কামুক্ত। ঘটনাটি রূপগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে।