বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আপামর জনগণের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ-বাঁটোয়ারা করে সেই ব্যাংকটিকে শেষ করে দিয়েছে।
আমরা শুনেছি, এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার পরিবার। এখন এই চুরির দায়ে তারা যুক্তরাজ্যের লন্ডনেও ধরা খেয়েছে।
শনিবার (০৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে লন্ডনের সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে মন্ত্রীও তিনি হয়েছেন। এখন দেশটির দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করছে। এটা বাংলাদেশের জাতির জন্য লজ্জার। আমাদের লজ্জা হলে কী হবে? তাদের কোনও লজ্জা নেই
শেখ হাসিনা সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে যেখানেই তাদের হাঁড়িতে হাত ঢুকছে, সেখানে টাকার খনি। এতো টাকা এরা পেল কোথায়?
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়নের অ্যাকাউন্টে ছিল ৪০০ কোটি টাকা। একজন পিয়নের যদি এত টাকা হয়, তাহালে মালিকের কত টাকা? মালিকের টাকার তথ্যও বের হয়ে আসছে।
কুষ্টিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পিয়নের মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকেই ৫৭ হাজার কোটি টাকা চুরি করেছে। এইভাবেই দেশে মেগা উন্নয়নের নামে মেগা ডাকাতি করা হয়েছে।
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হাশেমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দ্দার।