খাগড়াছড়িতে দেড় বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে তার মা সাবিনা ইয়াসমিন (২৮) কে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
নিহত শিশুর নাম তহিদুল আলম আভান। সে মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত।
জানা গেছে, পরিবারের অনুপস্থিতিতে শুক্রবার রাতে সাবিনা ইয়াসমিন ঘুমন্ত অবস্থায় শিশু আভানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে তারা শিশুটির মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা যায়, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মোস্তাফিজুর রহমান খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় তিনি পানছড়িতে ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, আটককৃত সাবিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। বিষয়টি নিশ্চিত করতে শিগগিরই তার ডাক্তারি পরীক্ষা করা হবে।