আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে নানা আয়োজনে। কন্যাশিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে দিবসটি প্রতিবছরই নতুন করে গুরুত্ব পায়।
২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিনটিকে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন শুরু হয়।
এ বছরের প্রতিপাদ্য—দ্য গার্ল, আই এম, দ্য চেঞ্জ লিড, অর্থাৎ ‘আমি পরিবর্তনের নেতৃত্বে: সংকটের সম্মুখসারিতে মেয়েরা’। এই প্রতিপাদ্য তুলে ধরছে, সমাজে কন্যাশিশুরা কেবল ভুক্তভোগী নয়, বরং পরিবর্তনের শক্তিশালী নেতৃত্বও হতে পারে।