আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশের হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, “আগামী নির্বাচন পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।”
তিনি আরও বলেন, “অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।”
সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
আইজিপি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোরও নির্দেশ দেন।
এর পাশাপাশি চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন। জেলা পুলিশ সুপারদের প্রতি কোনো ধরনের হয়রানি ছাড়াই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাসময়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক, এসবি প্রধান, অতিরিক্ত আইজিরা, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিরা উপস্থিত ছিলেন। সব জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।


