বগুড়ার সদর উপজেলায় একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে সিগারেট ও বিড়ির বিপুল নকল ব্যান্ডরোল ও প্রিন্টিং সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১২।
সোমবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার পালশা চৌকির পাড় এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় এসব নকল ব্যান্ডরোলের বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা বলে জানায় র্যাব।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ‘রুহান প্রিন্টিং প্রেস’ ঘিরে ফেলা হয়। পরে ভেতরে তল্লাশি চালিয়ে সিগারেটের প্রায় ১৮ লাখ ৩৮ হাজার এবং বিড়ির ১০ লাখ ৪৯ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে জেলার বাঘোপাড়া দক্ষিণপাড়ার মাহমুদুল হাসান মিলন (৪২) এবং রাশেদুল ইসলাম রনজু (৪২) নামের দুজনকে।
অভিযানের সময় প্রেসের ভেতর থেকে নকল ব্যান্ডরোল তৈরির স্টিলের দুটি প্লেট, এনবিআর লেখা নকল ব্যান্ডরোল প্রিন্টিংয়ের কাঠের স্ক্রিন ফ্রেম এবং বিভিন্ন কোম্পানির বিড়ির বিপুল সংখ্যক মোড়ক জব্দ করা হয়।
র্যাব জানায়, এই চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। র্যাবের অভিযানে জাল রাজস্ব কারবারিদের বড় একটি ঘাঁটি উন্মোচন হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


