বগুড়ার শেরপুর উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোতে হঠাৎ বেড়ে গেছে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড। বিশেষ করে সীমাবাড়ি থেকে রানীরহাট বাজার পর্যন্ত আঞ্চলিক সড়কটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে। গত পাঁচ দিনে এ সড়কে ঘটেছে অন্তত চারটি অপরাধের ঘটনা।
গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সড়কে গাছ ফেলে যানবাহন থামিয়ে ছিনতাই করছে। কখনও বাসাবাড়িতে চুরি, আবার কখনও অটোরিকশা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে টানা কয়েক রাতে।
গত সোমবার (২০ অক্টোবর) রাতে ভবানীপুরের অপূর্ব চক্রবর্তীর বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ভবানীপুর বাজার থেকে চুরি হয় একটি মোটরসাইকেল। একই রাতে জামনগর এলাকায় টহলরত গ্রাম পুলিশ সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা পরপর দুইটি অটোরিকশা ছিনতাই করে নেয় এবং যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীরা এ ঘটনায় শেরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “ঘটনাগুলোর তদন্ত চলছে। অভিযুক্ত সন্দেহে জামনগর গ্রামের আসাদুল ইসলামকে আটক করা হয়েছে। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
ভবানীপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য রানা আহমেদ ও শাকিল আহমেদ বলেন, “দুর্বৃত্তরা মুখোশ পরা ছিল, কেউ লুঙ্গি কেউ প্যান্ট পরিহিত অবস্থায় ছিল। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। কেউ কেউ স্থানীয় ভাষায় কথা বলছিল।”
আরেক গ্রাম পুলিশ সদস্য সন্তোষ কুমার সিং জানান, “আমরা প্রতিদিন রাতে রিকশা নিয়ে টহল দিই। শুক্রবার রাতে জামতলা এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে আমাদের গাড়ি থামানো হয়। পরে আমাদের হাত বেঁধে মাঠে ফেলে রেখে দুটি অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
অটোরিকশা চালক মাসুম বিল্লাহ জানান, তার গাড়ির মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা, যা ছিনতাইকারীরা নিয়ে গেছে।
এ বিষয়ে ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, “পাঁচ দিনে পরপর চারটি অপরাধের ঘটনায় এলাকার মানুষজন ভয়ে রাতের পর বাইরে বের হতে পারছেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশি টহলের প্রয়োজন।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, চলমান তদন্তে অপরাধচক্রকে শনাক্ত করতে কাজ করছে একাধিক টিম


